শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:১৩ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছর আরব দেশগুলোর প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ শতাংশ

রাশিদ রিয়াজ: আগামী বছর আরব বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ শতাংশ এমন আভাস দিয়েছে আরব মনিটারি ফান্ড। ফান্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে আরব দেশগুলোতে গত বছর মুদ্রাস্ফীতি ছিল ৫.৭, এবছর ৭.৬ ও আগামী বছর তা ৬ শতাংশে পৌঁছবে। প্রতিবেদনে বলা হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর প্রবৃদ্ধি উর্ধমুখী হওয়ার পর তা এ বছর ১.৯ শতাংশে অবস্থান করছে। তবে তেলের দাম বাড়তে থাকায়ে তেলরফতানিকারক আরব দেশগুলো লাভবান হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এক বিবৃতিতে এও বলা হয়েছে তেলের দাম বাড়তে থাকায় রফতানি বাবদ বাড়তি অর্থ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অন্যান্য উন্নয়নে ব্যয় করা সম্ভব হবে। আগামী বছর উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর প্রবৃদ্ধি আড়াই শতাংশে দাঁড়াবে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে থাকলেও আরব দেশগুলোতে প্রবাসি শ্রমিক ছাঁটাই বৃদ্ধির পাশাপাশে জিনিস পত্রের দাম বেড়েছে। আবাসিক খরচ, যাতায়াত ভাড়া, পানি, গ্যাস ও শিক্ষা খরচও বেড়েছে।

তবে এর আগে আরব দেশগুলোতে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ ১১.৪০ শতাংশের আভাস দেয়া হলেও আরব মনিটারি ফান্ড বলছে আগামী বছর তা ৮.৩ শতাংশে নেমে আসবে। আর উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মুদ্রাস্ফীত এ বছর ৩ শতাংশে উঠে গেলেও আগামী বছর তা নেমে আসবে ২ শতাংশে। একই সঙ্গে আরব দেশগুলো থেকে যেসব দেশ তেল আমদানি করছে সেসব দেশে মুদ্রাস্ফীতি এ বছর সাড়ে ১৪ শতাংশ বেড়ে গেলেও আগামী বছর তা ১০.১ শতাংশে নেমে আসবে বলে আভাস দিয়েছে। আরব বিজনেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়