শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ১১:২৬ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উমেশ যাদবের এমন পারফরম্যান্সটাই সব সময় চাই : কোহলি

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছেন উমেশ যাদব। একাই ১০ উইকেট শিকার করেন তিনি। তার বোলিং নৈপুণ্যে ভারত ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজ ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে। হায়দরাবাদে অসাধারণ বোলিং করার সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেন ৩০ বছর বয়সী এই পেস বোলার।

ডানহাতি এই পেসারের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। উমেশ প্রসঙ্গে কোহলি বলেন, ‘এই ম্যাচের শুরুতেই শার্দুল ঠাকুর চোট পেয়ে ছিটকে যাওয়ার পর আমরা রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু উমেশ আমাদের সেই দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিয়েছে। সে একাই সব সামাল দিয়েছে। এমন দায়িত্বশীল পারফরম্যান্সের জন্য আলাদা করে ওর প্রশংসা করতেই হবে।’

গত মাসে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে (৪-১) বাজেভাবে পরাজিত হয় ভারতীয় ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে বাজেভাবে পরাজিত হয়ে দেশে ফেরা ভারত, ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপটের সঙ্গেই লড়াই করেছে।

ঘরের মাঠে দলের পারফরম্যান্স প্রসঙ্গে কোহলি বলেন, ‘ইংল্যান্ড সফরের হতাশা ঝেড়ে আবার জয়ের রাস্তায় ফিরে আসতে পারাটা নিঃসন্দেহে খুশির বিষয়। দলের ক্রিকেটারদের শরীরী ভাষা এবং সাফল্যের খিদে আমাকে মুগ্ধ করেছে। বোলাররা দেশ-বিদেশে ধারাবাহিকভাবে তাদের দায়িত্বপালন করে যাচ্ছে। যে কোনো অধিনায়কের কাছেই এটা দারুণ সুখের বিষয়। এই সিরিজে আমাদের ব্যাটিংও যথেষ্ট ভালো হয়েছে। আমি চাই অস্ট্রেলিয়া সফরেও এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাক ব্যাটসম্যানরা। তবেই বোলারদের প্রচেষ্টা সার্থক হবে।’

ভারতীয় দলের তিন তরুণ ব্যাটসম্যান ঋষভ পন্থ, পৃথ্বী শ এবং হনুমা বিহারির পারফরম্যান্সে মুগ্ধ কোহলি। তিনি বলেন, ‘ওরা প্রত্যেকেই অসম্ভব প্রতিভাবান। এটা আমাদের কাছে দারুণ ইতিবাচক একটা দিক। ঋষভ, পৃথ্বী, হনুমার উত্থানে আমাদের ব্যাটিং লাইনআপ আরও বেশি শক্তিশালী হয়েছে। ওদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আমি ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস, ওদের সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পাওয়ার যোগ্যতা ও সক্ষমতা রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়