শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ১১:২২ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কাতার বিশ্বকাপ হবে আমার’

স্পোর্টস ডেস্ক: প্রস্তুত মঞ্চ, প্রস্তুত দুদল। মঙ্গলবার জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১২টায় আগুনে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনা দলের বাইরে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোরা। তাই সম্ভবত এই আগুনে প্রীতি ম্যাচে শুরু থেকেই থাকবেন আর্জেন্টাইন সেনসেশন পাওলো দিবালা। এর আগে লিওনেল মেসি ও জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।
ইএসপিএনকে দিবালা বলেন, যখন আপনি আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবেন, তখন মৃত্যু না হওয়া পর্যন্ত তা আগলে রাখবেন। এর সুনাম ও মর্যাদা অক্ষুণœ রাখতে সচেষ্ট থাকবেন। আশা করি, কাতার বিশ্বকাপ আমার হবে। হ্যাঁ, এখনও তা বহুদূরের পথ। তবে দৃষ্টিসীমার বাইরে নিশ্চয়ই নয়।
রাশিয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এতে ফের শিরোপা স্বপ্নভঙ্গ হয় মেসির। এর পরই জাতীয় দল থেকে বিমুখ তিনি। আদৌ সাদা-আকাশি জার্সি গায়ে আর খেলবেন কিনা- নিশ্চিত করে কিছু বলছেন না। রয়েছেন মুখে কুলুপ এঁটে।

২৪ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, লিওর গুরুত্ব সম্পর্কে প্রত্যেকেই জানেন। তিনি মাঠে কী করেন, আমাদের কতটা সহায়তা করেন, তা কারও অজানা নয়। উনি এখন জাতীয় দলের হয়ে খেলছেন না। এটি নিতান্তই একান্ত ব্যক্তিগত ব্যাপার তার। আমরা উনার জন্য অপেক্ষা করছি। কারণ আমাদের জন্য ফুটবল জাদুকর কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি।
দিবালাকে ভাবা হয় ভবিষ্যতের ‘মেসি’। সব রকম দক্ষতাই আছে তার। মেসি যুগও প্রায় শেষের দিকে। ছোট ম্যাজিসিয়ান পরবর্তী সময়ে তিনি কতটা তার শূন্যস্থান পূরণ করতে পারেন তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়