Skip to main content

ব্যালন ডি’অর ট্রফি জেতা একটা স্বপ্নের মতো: গ্রিজমান

স্পোর্টস ডেস্ক: এক দশক ধরে ব্যালন ডি’অরে চলছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির আধিপত্য। এবার সেই আধিপত্য ভাঙার স্বপ্ন দেখছেন আথলেতিকো মাদ্রিদের তারকা আঁতোয়া গ্রিজমান। ব্যালন ডি’অর জিতে ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চান ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।ফুটবলের সম্মানজনক পুরস্কার ফ্রান্সের ব্যালন ডি’অর। কিন্তু মেসি-রোনালদো দাপটে গত দশ বছর ধরে অন্যদের জন্য অধরাই হয়ে আছে এই পুরস্কারটি। গেল মাসে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যেখান থেকে সারা বিশ্বের ফুটবলার, কোচ ও ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্বাচিত হয় চূড়ান্ত বিজয়ীরা। সংক্ষিপ্ত এই তালিকায় মেসি-রোনালদোর পাশাপাশি আছে গ্রিজমানের নামও। নিজের ব্যালন ডি’অর জেতার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। জুলাইয়ে দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপের শিরোপা। টুর্নামেন্টে করেছিলেন ৪টি গোল। এছাড়া গেল মৌসুমে আথলেতিকোকে জিতিয়েছেন ইউরোপা লিগ। এইসব কীর্তি ব্যালন ডি’অর জেতানোয় ভূমিকা রাখবে বলে মনে করেন গ্রিজমান। আথলেতিকো মাদ্রিদের ইতিহাসে কোন খেলোয়াড় ব্যালন ডি’অর জেতেনি। তাই ক্লাবের হয়ে প্রথমবারের মতো ওই সম্মানজনক পুরস্কারটি জিততে চান গ্রিজমান, ‘আথলেতিকোর হয়ে ব্যালন ডি’অর জিতে আমি এই ক্লাবের ইতিহাসে নাম লেখাতে চাই। এই ক্লাবের ঐতিহাসিক খেলোয়াড় হতে পারা আমার জন্য স্বপ্নের এবং সেটা গর্বের বিষয় হবে।’ ব্যালন ডি’অর জয়ের স্বপ্নে বিভোর গ্রিজমান আরো বলেছেন, ‘দেখা যাক কী হয়। এই পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি খুশি। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আপনি কিছু অর্জন করতে পারবেন না, এমনকি ব্যালন ডি’অরও না। এই ট্রফি জেতা একটা স্বপ্নের মতো।’