শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ অক্টোবরের মহাসমাবেশ হবে সর্বকালের শ্রেষ্ঠ : রওশন এরশাদ

মো. ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ বলেছেন, ২০ অক্টোবরের সমাবেশ হবে সর্বকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ। সেদিন ঢাকা থাকবে জাতীয় পার্টির দখলে। সোমবার দুপুরে গুলশানের এমানুয়েল কনভেনশন হলে জাতীয় পার্টি উত্তর মহানগর আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন।

রওশন বলেন, দেশের জনগণ এখন লাঙ্গলের দিকে তাকিয়ে আছ। তারা জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। সেলক্ষে আমাদের শক্তি সঞ্চায় করতে হবে। জনগণের ভাগ্য উন্নয়নে আমাদের কাজ করতে হবে।

দেশে এখন প্রায় পৌনে ৫ কোটি লোক বেকার উল্লেখ করে বিরোধী দলীয় এই নেত্রী বলেন, দেশের একটি বড় অংশ এখন বেকার , তাদের হাতে কোন কাজ নেই যে কারনে তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে । বাড়ছে মাদকাসক্তের পরিমাণ। এদিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হলে কর্মসংস্থান প্রয়োজন যা বর্তমানে নাই। তাই জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। জাতীয় পার্টিকে আর একবার সুযোগ দিতে হবে। তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে দেশে ৪/৫ ভাগে বিবক্ত করে যে অঞ্চল যে শিল্পের উপযোগী সেই এলাকায় সে ধরনের শিল্প স্থাপন করা হবে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে এই সাবেক ফাষ্টলেডি বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য । তাই আজকে যে পরিমাণ ফুল আনা হয়েছে এ অনুষ্ঠানে এই টাকা দিয়ে গরীবদের মাঝে সেলাই মেশিন কিনে দিতে পারতে। ভবিষ্যতে আর যেন অপচয় করা না হয়। যৌথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়