শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি ভক্তরা ম্যারাডোনাকে ধুয়ে দিলেন

স্পোর্টস ডেস্ক:এক সাক্ষাৎকারে লিওনেল মেসির কড়া সমালোচনা করেছিলেন আর্জেন্টিনার ‘ফুটবল ঈশ্বর’ ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারেননি মেসির ভক্তরা। দেশকে বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনাকে উল্টো ধুয়ে দিলেন তারা।
সাক্ষাৎকারে ম্যারাডোনা মেসিকে ভালো খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিলেও তার অধিনায়কত্বের সমালোচনা করেছিলেন। দাবী করেছিলে, মেসি নাকি ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায়। তিনি দায়িত্বে থাকলে বার্সার এই তারকাকে দলেও নিতেন না।
ম্যারাডোনার এমন বক্তব্য দারুণ খেপেছেন মেসি ভক্তরা। তাদের কেউ কেউ ছিয়াশির বিশ্বকাপের নায়ককে ‘অজ্ঞ’, ‘মাদকাসক্ত’ বলতেও ছাড়েননি। এর মধ্যে আছেন মেসি কাজিন ম্যাক্সি বিয়ানকুচ্চিও। যিনি পরিচিত ‘এল প্রিমো দে মেসি’ নামে। যার অর্থ ‘মেসির খালাতো ভাই’।

প্যারাগুয়ের ঘরোয়া লিগে খেলা ৩৪ বছর বয়সী বিয়ানকুচ্চি ম্যারাডোনার সমালোচনা করে বলেছেন, ‘মেসির কৃতিত্বকে স্বীকার না করা অজ্ঞতা। খুব দুঃখের কথা, নেতা হিসেবে নিজের কৃতিত্বের কথা সগর্বে বলে বেড়ানো এমন একজন আর এক ফুটবলারকে নিয়ে এত খারাপ কথা বলতে পারলেন। তিনি মন্তব্যটা এমন একজনকে নিয়ে করেছেন, যে এখন সেরা ফুটবলার, হয়তো দীর্ঘদিন সেরা থাকবেও।’

আর্জেন্টিনার এক আইনজীবী ম্যারাডোনার সমালোচনাকে গুরুত্ব দিতেই রাজি নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সমালোচনা যখন একজন মাদকাসক্তের কাছ থেকে আসছে, তার কোনও মূল্য নেই।’

দেশটির একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেছেন, ‘ডিয়েগোর মতো শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ একজন মেসির সমালোচনা করতে পারেন না।’

অবশ্য ম্যারাডোনার পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ, ‘ডিয়েগো মিথ্যেটা কী বলেছেন! যা সত্যি, তা সত্যি। মেসিকে সেরা বলা বন্ধ হোক, কারণ ও সেরা নয়।’

ম্যারাডোনা আরেক ভক্তের মন্তব্য, ‘ম্যারাডোনা যা খুশি বলতে পারেন, কারণ উনি মাঠে নেমে নিজেকে প্রমাণ করেছেন।’ পরিবর্তনডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়