Skip to main content

হাসপাতালের ২৫ কোটি টাকার যন্ত্রপাতি আত্মসাৎ : অভিযানে দুদক

তরিকুল ইসলাম সুমন : ট্রেনিংয়ের যন্ত্রপাতি ক্রয় না করে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর আওরঙ্গজেব সড়কে অবস্থিত মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনং সেন্টারে ওই অভিযান পরিচালনা করছে দুদকের সাত সদস্যের একটি বিশেষ টিম। সংস্থাটির অভিযোগ কেন্দ্রে (১০৬) অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালাচ্ছে দুদক। অভিযানের সমন্বয়কারী ও দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের বিষয়ে দুদক জানায়, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ১০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল। যা মোহাম্মদপুর আওরঙ্গজেব সড়কে অবস্থিত। মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মো. মনিরুজ্জামানসহ একটি সিন্ডিকেট স্বাক্ষর জাল করে যন্ত্রপাতি ক্রয় না করে ট্রেনিং সংক্রান্ত যন্ত্রপাতি বাবদ ২০ থেকে ২৫ কোটি টাকা আত্মসাত করেছেন। দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান, সালাহউদ্দিন আহমেদ ও উপসহকারী পরিচালক সাইফুল ইসলামের সমন্বয়ে সাত সদস্যের বিশেষ টিম অভিযান পরিচালনা করছে।

অন্যান্য সংবাদ