Skip to main content

কানায় কানায় পূর্ণ জাতীয় পার্টির যৌথ সভা

মো. ইউসুফ আলী বাচ্চু: জাতীয় পার্টি উত্তর আয়োজিত যৌথ সভা কানায় কানায় পরিপূর্ণ নেতা- কর্মীতে। আর অল্প সময়ের মধ্যে শুরু হবে পূর্ব নির্ধারিত সভা। এরাই মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে সভায় উপস্থিত হয়েছেন। সোমবার দুপুরে গুলশানের এমানুয়েল কনভেনশন হলে এ সভা আয়োজন করেছে জাতীয় পার্টি উত্তর মহানগর । সকাল সারে দশটা থেকে খণ্ড খণ্ড মিছিলে মহানগরের ২৬টি থানায় নির্বাহী কমিটির নেতারা বিভিন্ন শ্লোগান দিয়ে হলে প্রবেশ করছে। পাশাপাশি শৃঙ্খলার জন্য প্রত্যেক টেবিলে আলাদা আলাদা স্টিকার ব্যবহার করা হয়েছে। আজকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেবন, জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, জি এম কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার । উত্তর জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম সেন্টুর সঞ্চালনায় যৌথ সভা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে যেসকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন,ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, চেয়ারম্যান এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী, উত্তরের সর্বস্তরের নেতা-কর্মী বৃন্দ।

অন্যান্য সংবাদ