Skip to main content

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে জয়ে ফিরল ইতালি

স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো বিরাঘির করা শেষ মুহূতের গোলে উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইতালি। প্রতিযোগিতায় এটি তাদের প্রথম জয়।তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ‘এ’ লিগের গ্রুপ-৩ এর দ্বিতীয় স্থানে আছে ইতালি। এই হারের পর ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা পোল্যান্ডের ‘বি’ লিগে অবনমনও নিশ্চিত হয়ে গেছে। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। পোল্যান্ডের মাঠে ইতালি শুরু থেকে সহজ সব সুযোগ মিস করে ড্রয়ের শঙ্কায় পড়েছিল। শেষ পর্যন্ত জয়সূচক গোলটি আসে ৯২ মিনিটে। গত মাসে ইতালির মাঠে দুদলের মধ্যে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা। রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা ইতালি এদিন বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ৭০ শতাংশ সময় বলের দখল ছিল তাদের কাছে। গোলে শট নিয়েছে ১৮টি। যার মধ্যে টার্গেটে ছিল ৫টি। এত কিছুর পরও শুধু গোলটি আসছিল না। অবশেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল গোলের কাছে পেয়ে জালে ঠেলে দেন ডিফেন্ডার বিরাঘি। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল।