শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশা-নিরাশার ঐক্যফ্রন্ট

গোলাম মোর্তজা ড. কামাল হোসেনের নেতৃত্বে সদ্য গঠিত জাতীয় ঐক্য ফ্রন্ট নিয়ে আমি খুব বেশি আশাবাদিও নই, আবার চিন্তিতও নই। এই জোটের ফলে যেটা হলো, সেটা হচ্ছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, পরিবেশ ঠিক থাকে, নির্বাচন কমিশন যাতে সঠিক আচরণ করে; এই কথাগুলো বিএনপি এতোদিন একা বলে আসছিলো। এখন এই একই কথা বিএনপি বলবে, জাতীয় ঐক্য ফ্রন্টও বলবে এবং বাম দলগুলোও বলবে। সবকিছু মিলিয়ে বিএনপির জন্য একটা যায়গা তৈরি হলো, সম্মিলিতভাবে সরকারের উপর একটা চাপ তৈরি করার। তবে এই চাপ দ্বারা সরকার কতোটুকু প্রভাবিত হবে বা প্রভাবিত করা যাবে সেটা নিয়ে এখনো সংশয় রয়েছে। কিন্তু এই জোটের পরিপ্রেক্ষিতে দৃশ্যমানভাবে বিএনপি এখন পর্যন্ত একটা সুফল পেলো বলে মনে হচ্ছে। এবং বিএনপি যে একটা সুফল পেলো সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্যের দ্বারা পরিস্কার হয়ে যাচ্ছে। তারা অভিযোগ করছে যে, দুর্নীতিবাজরা একত্রিত হচ্ছে, এই জোট টিকবে না, এই জোট চলবে না, এই জোটের কোনো ভবিষ্যত নেই। এমন ধরনের বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, আওয়ামী লীগের মধ্যে ছোট্ট একটা টেনসন কাজ করছে। তারা কিছুটা হলেও চিন্তিত হয়েছে। এটা হচ্ছে এই জোটের বর্তমান অবস্থা। আর এই জোটের পরিপ্রক্ষিতে এই জোট নির্বাচনে অংশ নেবে কিনা? বিএনপির সঙ্গে তাদের অবস্থান কী হবে? দরকষাকষি কেমন হবে? তা এখনই বলা যাবে না। সেজন্য সামনের সময়ের জন্য অপক্ষো করতে হবে। পরিচিতি : সম্পাদক, সাপ্তাহিক/মতামত গ্রহণ : লিয়ন মীর/সম্পাদনা : ফাহিম আহমাদ বিজয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়