Skip to main content

খাসোগজি নিখোঁজ: এরদোগানকে বাদশাহ সালমানের ফোন

ওমর শাহ : সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সাংবাদিক জামাল খাসোগজির নিখোঁজ হওয়ার বিষয়ে রোববার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রেসিডেন্ট এরদোগানের দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টেলিফোনালাপে খাসোগজির নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্ত করার জন্য দু’দেশের যৌথ ওয়ার্কিং কমিটি গঠনে সম্মত হওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান সৌদি বাদশাহ সালমান। তিনি তুরস্কেকে ‘ভ্রাতৃপ্রতীম দেশ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, আঙ্কারার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায় রিয়াদ। এ সময় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে জামাল খাসোগজি নিখোঁজ রয়েছেন। ওই ঘটনার পর এই প্রথম তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ নেতারা টেলিফোনে কথা বললেন। সূত্র: প্রেসটিভি