শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নৈতিকতা ধরে রেখে শিক্ষকদের রাজনীতি করার আহ্বান’

জান্নাতুল ফেরদৌসী: একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন চাচ্ছেন অর্ধশতাধিক শিক্ষক। ইতোমধ্যে নিজ নিজ আসনে তারা প্রচারণাও শুরু করেছেন। নৈতিকতা ধরে রেখে রাজনীতি করার আহ্বান এই শিক্ষাবিদদের।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে আগ্রহী শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মো. শাহজাহান আলম সাজু। তিনি বলেন, আজকে যারা রাজনীতিতে এসে হঠাৎ করে এমপি হয়ে যাচ্ছে। একজন শিক্ষক যখন রাজনীতিতে আসবেন, নিঃসন্দেহে বলা যাবে এই শিক্ষকরা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখেন এবং তারা পার্লামেন্টে গিয়ে সেই ভূমিকা রাখতে পারবেন।

বাগেরহাট-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি বলেন, অবশ্যই আমরা পার্লামেন্টেও ভালো করবো। আর ভালো করার সুযোগও আছে। যদি মনোনয়ন পাই অবশ্যই ভালো কাজ করবো।

শিক্ষক সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এরকম অর্ধশতাধিক শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন প্রত্যাশী। তারা পুরোদমে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।

শিক্ষকদের এভাবে রাজনীতিতে আসার বিষয় সম্পর্কে শিক্ষাবিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ বলছেন, শিক্ষকরা সংসদে নীতি নৈতিকতা ধরে রেখে প্রতিনিধিত্ব করতে পারলে দেশের জন্য ভাল। প্রকৃতপক্ষে যদি দেশের উন্নয়নে অবদান রাখতে চান তাহলে তাকে অঙ্গিকার বদ্ধ হতে হবে।

তবে শিক্ষকদের ক্ষেত্রে সকল সংর্কীর্ণতা ত্যাগ করে রাজনীতি করার আহ্বানও শিক্ষা সংশ্লিষ্টদের। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়