শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সরকার সাংবাদিকদের বাক স্বাধীনতা খর্ব করতে পারে না’

জুয়েল খান: সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক এবং ইংরেজী দৈনিক ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে আমাদের দেশের সাংবাদিক সমাজের বাক স্বাধীনতা খর্ব হবে। যা বাংলাদেশের গনতন্ত্রের জন্য বড় ধরণের হুমকি।

বাংলাদেশে সাম্প্রতিক সময় কার্যকর হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৯ টি ধারা সংশোধনের দাবিতে আজ সোমবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সম্পাদকদের সংগঠন, সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদের এই মানববন্ধন করার কথা ছিল গত ২৯ শে সেপ্টেম্বর। কিন্তু তথ্যমন্ত্রীর আহ্বানে মানববন্ধন বাতিল করে সরকারের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন। তবে সরকার আলোচনার কোন দাবি না মেনে ডিজিটাল নিরাপত্তা আইনটি জাতীয় সংসদে পাশ করেছে এরং সেই আইনের অধীনে মামলা করাও শুরু হয়েছে।

তিনি বলেন, সাংবাদিক পরিষদের নেতারকে সরকারের কয়েকজন মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এই নয়টি ধারা সংশোধন করা হবে। কিন্তু সরকার সেই কথা না রেখে তরিঘড়ি করে আইনটি সংসদে পাশ করে। এমনকি বাংলাদেশের সাংবাদিক সমাজ, শুশীল সমাজ এবং বিরোধীদলের বাধার মুখে সরকার এমন সিদ্ধান্ত নিল।

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে আমারাও সমর্থন করি। কিন্তু বিতর্কিত যে ৯ টি ধারা আছে আমরা সাংবাদিক সমাজ সেই ধারাগুলোর সংশোধন চাই। কারণ ওই ধারাগুলো আামাদের দেশের জন্য স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে। তবে আমরা এখনও আশাবাদি সরকার চাইলে ওই বিতর্কিত ধারগুলো সংশোধন করতে পারে। এখনও জাতীয় সংসদ বহাল আছে এবং আরও একটি অধিবেশন বসবে। তবে এক্ষেত্রে সরকারের আন্তরিকতা এবং সদিচ্ছার প্রয়োজন। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়