শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস করেছেন মাহি, বিষয়টি বাড়াবাড়ি

সাব্বির আহমেদ : জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না ও ঐক্যফ্রন্ট থেকে সরে যাওয়া মাহি বি চৌধুরীর মধ্যে ফোনালাপ প্রসঙ্গে মান্না বলেছেন, বুঝাই যাচ্ছে এটি একটি প্রান্ত থেকে ফাঁস করা হয়েছে। নইলে এই অল্প সময়ে মিডিয়ায় কিভাবে তা ছড়িয়ে গেল? এটি অনৈতিক কাজ। আমি হতাশ। আমার অবস্থান পরিস্কার ছিল। মাহি বি চৌধুরী এটি করে থাকলে করুন। দেখি কি হয়।

রোববার ওই ফোনালাপের প্রতিক্রিয়ায় এই প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ফোনালাপে মাহি সংবাদ সম্মেলনে আমার অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলেন। আমি কেনো যাব না। ঐক্য করছি যাবো না? এতো বড় একটি বিষয়। আমি ওখানে যেতেই চেয়েছিলাম। তবে সার্বিক পরিস্থিতি দেখে।

তিনি বলেন, আমি সংবাদ সম্মেলনে ঘোষণা পত্র পাঠ করেছি কোনও অবস্থানের সম্মুখীন হয়ে নয়। আ স ম আবদুর রব যখন অধ্যাপক বি চৌধুরীকে ফোন দেন, তখনও ভাবছি উনি আসবেন। ড.কামালের মতিঝিলের চেম্বারে আমি অপেক্ষায় ছিলাম। প্রেসক্লাবে উনাকে নিয়েই যেতে চেয়েছি। কিন্তু তিনি আসেননি।

তবে এখনও আশাবাদী মাহমুদুর রহমান মান্না। বলেন, ঐক্যের পুরো বিষয়টি ইতিবাচক। 'ঐক্যের নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছে' মাহির এমন মন্তব্যে জবাবে মান্না বলেন, এখানে কিসের ষড়যন্ত্র? এটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য করা হয়েছে। জাতির মঙ্গলের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়