শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জাতীয় ঐক্যফ্রন্ট’ আন্দোলনে সফলতা অর্জন করবেঃ বিএসপিপি

শিহাবুল ইসলামঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার পুনঃরুদ্ধারে সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রমনা সকল রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ আগামী দিনের আন্দোলনে সফলতা অর্জন করবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএসপিপি এর সদস্য সচিব ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিত্বে এসব কথা বলা হয়।

জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন জানিয়ে বিবৃতিত্বে বিএসপিপি এর নেতারা বলেন, আগামী দিনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ বলিষ্ঠ ভূমিকা রাখবে।
আন্দোলনে পেশাজীবী-জনতা ঐক্যবদ্ধভাবে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’র নেতৃত্বে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনে অংশ গ্রহণ করবে।

বিবৃতিত্ব স্বাক্ষর করেন-বিএসপিপি’র সদস্য সচিব ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন, বিএফইউজে’র (একাংশের) সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী, মহাসচিব এম. আবদুল্লাহ, সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, সুপ্রিম কোট বার এসোসিয়েশন এর সভাপতি এড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব সভাপতি অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক, সহ-সভাপতি অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তাক রহিম স্বপন, ড্যাব এর সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা: এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিঃ আ.ন.হ. আক্তার হোসেন, ভারপ্রাপ্ত মহসচিব ইঞ্জিঃ হাসিন আহমদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, এসোসিয়েশন অব এগ্রিকালচারিস্ট এর আহ্বায়ক আনোয়ারুন নবী মজুমদার বাবলা, সদস্য সচিব- কৃষিবিদ হাসান জাফির তুহিন, কৃষিবিদ শামীমুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া অতিরিক্ত মহাসচিব জনাব জাকির হোসেন, ইউট্যাব সভাপতি সাবেক প্রো-ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আ.ফ.ম ইউসুফ হায়দার, সাধারণ সম্পাদক অধ্যাপক তাহমিনা আক্তার টফি, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সানাউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এড. মাসুদ আহমেদ তালুকদার, আহবায়ক সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. লুৎফর রহমান, সাবেক আহবায়ক সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডাঃ আক্তার হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি’র আহবায়ক অধ্যাপক ড. কামরুল আহসান, এমবিএ এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব জনাব শাকিল ওয়াহেদ, সাবেক ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়