শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপ ইন্সটলের আগে যেভাবে সতর্ক হবেন

জাগো নিউজ : অ্যাপস ডাউনলোডের পর ইন্সটল করার সময় বেশ কয়েকটি পারমিশান বা অনুমতি চাওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, অনুমতি দূরে থাক, সেগুলিকে সরিয়ে ফেলাই ভালো। নয়তবা চুরি হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। যেমনঃ

পারমিশন: কন্ট্যাক্ট

এটা কি করে: অনুমতি মিললে আপনার সেভ করা যাবতীয় যোগাযোগ পড়তে (রিড) এবং লিখতে (রাইট) পারবে।

যা বিপদ হতে পারে: সহজেই বোঝা যাচ্ছে এর ফলে নিজের যোগাযোগ সমূহ অন্যের কাছে আর গোপন রইল না।

পারমিশন: স্টোরেজ

এটা যা করে: ইন্টারনাল এবং এক্সটারনাল দুই ধরনের স্টোরেজকেই পড়তে পারে এবং লিখতে পারে।

যা বিপদ হতে পারে: স্টোরেজের মধ্যে ভাইরাস আক্রান্ত ফাইলগুলিকে খুব সহজেই ঢুকিয়ে দিতে পারে।

পারমিশন: এসএমএস

এটা যা করে: খুব সহজেই আপনার এসএমএস পড়তে এবং আপনার মোবাইল নম্বর থেকে পাঠাতে পারে।

যা বিপদ হতে পারে: সন্ত্রাসবাদীরা আপনার মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএস বা এমএমএস পাঠাতে পারে।

পারমিশন: ফোন

এটা যা করতে পারে: কললিস্ট পড়তে ও কপি করতে পারে।

যা বিপদ হতে পারে: আপানার ফোনের যাবতীয় কল ডিটেলস ব্যবহার করে বিপদ ঘটাতে পারে।

এ ছাড়া ক্যামেরা এবং ক্যালেন্ডারের পারমিশন দিলেও বিপদ হতে পারে। ফলে অ্যাপস ইন্সটল করার সময় এই বিষয়গুলিতে অনুমতি চাওয়া হলে ওই অপশনটি থেকে বেরিয়ে যাওয়াই ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়