শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাশোগজি খুন হলে সৌদিকে চড়া মূল্য দিতে হবে : ট্রাম্প

শরিফুল ইসলাম হৃদয় : ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যার বিষয়টি প্রমাণ হলে চড়ামূল্য দিতে হবে বাদশাহ সালমানের প্রশাসনকে। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘যুবরাজ সালমান এই হত্যাকান্ডের কলকাঠি নেড়েছেন। খাশোগজি নিখোঁজ হওয়ার ঘটনা শুনে আমি খুব মর্মাহত হয়েছি। তবে বিষয়টি সৌদি আরব এখনও অস্বীকার করছে। যদি খাশোগজি খুন হন এবং এক্ষেত্রে সৌদি আরব দায়ী থাকে, তাহলে তাদের কঠোর শাস্তি দেব আমরা।’

তবে, শাস্তির ক্ষেত্রে সামরিক সহায়তা বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। তার মতে, এতে করে রাশিয়া ও চীন সুযোগ নিতে পারে। তাই অন্যভাবে সৌদিকে শাস্তি দিতে চান তিনি।

এর আগে খাশোগজির নিখোঁজ হওয়ার ঘটনা পরিস্কার করার বিষয়ে সহায়তা চেয়ে তার হবু স্ত্রী হাতিসে সেনজিস প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের প্রতি অনুরোধ জানিয়েছেন । একইসঙ্গে সৌদি রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিও অনুরোধ জানিয়ে বলেছিলেন, তারা যেন এক্ষেত্রে তাদের দায়িত্বশীলতার পরিচয় দেন। হাতিসে সেনজিস কনস্যুলেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশের ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানান।

গেল ২ অক্টোবর তুরস্কের রাজধানীতে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগজি। তুরস্ক বলছে একইদিন সৌদি আরব থেকে ইস্তাম্বুল আসা সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল কনস্যুলেটের ভেতরে খাশোগজিকে খুন করে থাকতে পারে।

তবে সৌদি আরব অভিযোগ অস্বীকার করে বলছে, কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেছেন খাশোগজি। যদিও দাবির পক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।

খাশোগজি দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়