শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৩:৫৯ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক জিডিপি’র ৫ শতাংশ ক্ষতি হবে : জাতিসংঘ

নূর মাজিদ : বর্তমানে বিশ্ব অর্থনীতির জন্য অন্যতম বৃহৎ হুমকি হলো জলবায়ু পরিবর্তন। তবে এই বিষয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদদের মাঝে মুস্টিমেয় কিছু লোক ছাড়া বাকিরা মোটেও চিন্তিত নন। এই বিষয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন দৈনিক ব্লুমবার্গ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বনেতা এবং অর্থনৈতিক নীতিনির্ধারকরা যতই নির্ভাবনায় থাকুন না কেন তাতে বাস্তবতার মোটেও পরিবর্তন হবেনা। কারণ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল ইতোমধ্যেই জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা মাত্র ৪ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেলেই তাতে বিশ্বঅর্থনীতি মোট উৎপাদন প্রবৃদ্ধির ৫ শতাংশ হারাবে। বর্তমানে বিশ্ব অর্থনীতির বাৎসরিক প্রবৃদ্ধি ৪ শতাংশের কাছাকাছি বাড়ছে ঠিকই, তবে জলবায়ু পরিবর্তনে এই উন্নতির গতি স্তিমিত হয়ে পড়বে। বিশেষ করে, দারুণ ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক বিকাশ। বাংলাদেশও যার বাহিরে নয়।

প্রতিবেদনটি জানায়, সরকার ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব, গণতান্ত্রিক চর্চার বিকাশ রোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা তহবিল দুর্নীতিতে নষ্ট হওয়ার কারণে উন্নত দেশের তুলনায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এইসব দেশের সক্ষমতা অত্যন্ত দুর্বল।জাতিসংঘ বলছে, জলবায়ু পরিবর্তনের কাছে যদি বিশ্ব অর্থনীতির বিকাশে ক্ষতি না হতো তবে এক বছর আগেই কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হতো। ব্লুমবার্গ

  • সর্বশেষ
  • জনপ্রিয়