Skip to main content

চালককে অজ্ঞান করে মহিলা প্রতারক সিএনজি নিয়ে চম্পট!

জামাল হোসেন খোকন: জীবননগর উপজেলার শিংনগর গ্রামের এক সিএনজি চালককে অজ্ঞান করে সিএনজি গাড়ি নিয়ে পালিয়েছে অজ্ঞান পার্টির এক মহিলা প্রতারক। ঘটনার শিকার সিএনজি চালককে পথচারীরা উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেছেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানান, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিংনগর গ্রামের আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (৫৫) একজন সিএনজি গাড়ী চালক। তিনি প্রতিদিনের ন্যায় রবিবার সকালে তার গাড়িটি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে রওনা হন। এ অবস্থায় রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে শহিদুল ইসলামকে পথচারীরা জীবননগর হাসপাতাল সড়কের একটি ফাঁকা স্থানে দেখতে পান এবং তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার শিকার সিএনজি চালক শহিদুল ইসলামের এক আত্মীয় বলেন,আমরা যতটুকু জানতে পেরেছি তার গাড়িতে একজন অপরিচিত মহিলা যাত্রী হিসাবে জীবননগরের দিকে যাচ্ছিল। পরবর্তীতে তাকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমরা এ খবর পেয়ে হাসপাতালে আসি। আমার বিশ্বাস ওই গাড়িতে শুধু মহিলা নয় প্রতারক চক্রের পুরুষ সদস্যরাও ছিল,তা না হলে গাড়ি-ই বা নিল কে আবার গাড়ির চালকই বা কি ভাবে জীবননগর শহর পর্যন্ত পৌছাল? তবে শহিদুলের জ্ঞান ফিরলে সব কিছু ভাল ভাবে জানা যাবে।

অন্যান্য সংবাদ