শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরি আক্রান্ত বিশ্ব একাদশে বাংলাদেশের দুই তারকা

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের ক্রিকেট সূচির দিকে তাকালে আপনি চমকে উঠবেন। কেননা ঘরোয়া, আন্তর্জাতিক, প্রথম শ্রেণি, ফ্র্যাঞ্জাইজি লিগ ইত্যাদি মিলিয়ে বছরের প্রায় প্রতিটা দিনই মাঠে নামতে হচ্ছে ক্রিকেটারদের। যার ফলে ক্রিকেটারদের উপর বাড়ছে চাপ। বিশ্বের নানা প্রান্তে ছুটে চলতে হচ্ছে ক্রিকেটারদের। অংশ নিতে হচ্ছে একাধিক প্রতিযোগিতায়।

বেশি খেলা, বেশি ধকল। বাড়ছে চোট আঘাত। বর্তমান সময়ে ইনজুরিতে থাকা কিছু তারকা ক্রিকেটারদের নিয়ে একটি একাদশ তৈরি করেছে ভারতীয় জাতীয় গণমাধ্যম ‘দৈনিক আনন্দবাজার পত্রিকা’। দেখে নিন তাদের দৃষ্টিতে ইনজুরি আক্রান্ত বিশ্ব একাদশ।

তামিম ইকবাল : বাংলাদেশের অন্যতম ভরসার ক্রিকেটার। এমনকি সর্বকালের সেরা ওপেনারও বলা যেতে পারে তাকে। এশিয়া কাপে তার উপর অনেক আশা ছিল দলের। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় গুরুতর আহত হন ইকবাল।

ইমাম-উল-হক : পাকিস্তানের তরুণ ক্রিকেটার। দলের নিয়মিত সদস্য। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে খেলতে গিয়ে হাতে গুরুতর চোট পান।

হাসিম আমলা : দক্ষিণ আফ্রিকার নিয়মিত সদস্য। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতে গুরুতর চোট পান। ফলে সিরিজ শেষ না করেই দেশে ফিরে যেতে হয়েছে তাকে।

সাকিব আল হাসান : বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারকে ইনজুরি আক্রান্ত একাদশের অধিনায়ক বানানো হয়েছে। গুরুতর চোট পেয়েছেন আঙুলে। চোট সারিয়ে দলে ফিরে আসা খুবই কঠিন। অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন তিনি।

কেদার যাদব : এশিয়া কাপে ভারতের নয়া আবিষ্কার এই ‘চায়না ম্যান’। ব্যাট-বল দুটিতেই সফল। এক সফর শেষেই পড়েছেন ইনজুরির কবলে। সেই হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে দলে ফিরবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

ঋদ্ধিমান সাহা : ভারতীয় দলের এই উইকেটরক্ষক বেশ কিছু দিন ধরেই চোটের কারণ দলের বাইরে। কবে ফিরবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

হার্দিক পান্ডিয়া : কোহলির ভরসার অলরাউরান্ডার। ভারতের ভবিষ্যৎ সুপার স্টারও ভাবা হচ্ছে তাকে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে মাঠেই ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। চোটের ফলে বেশ কিছু দিন দলের বাইরে থাকা হবে।

আন্দ্রে রাসেল : আন্তর্জাতিক ক্রিকেটে না দেখা গেলেও ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে তার নাম ডাক অনেক। অনেক দিন যাবত দলের বাইরে আছেন হাঁটুতে ভয়ঙ্কর চোটের কারণে।

শার্দুল ঠাকুর : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টেই অভিষেক হয়েছিল। কিন্তু, মাত্র ১.৪ ওভার বল করার পরই মাঠ ছাড়েন। চোটের জন্য। এর আগে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে নাম লিখিয়েছেন এই পেসার।

অক্ষর প্যাটেল : ক্রমেই দলের ভরসা হয়ে উঠছিলেন। ব্যাটে-বলে নজর কাড়ছিলেন। কিন্তু, তখনই চোট পেয়ে ছিটকে যান দল থেকে। আছেন দলের বাইরে।

ইশান্ত শর্মা : ভুবনেশ্বর কুমার, বুমরার পরই ভারতীয় দলের বড় ভরসা। গত ইংল্যান্ড সফরে সফল বোলার ছিলেন। কিন্তু, চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বাদ দেন নির্বাচকরা। কারণ ইংল্যান্ড সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন অভিজ্ঞ এ পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়