Skip to main content

গুজরাটে বিদেশি বিনিয়োগকারীদের জন্যে শহর তৈরি করছে ভারত

রাশিদ রিয়াজ: বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গুজরাটে বিদেশি বিনিয়োগকারীদের জন্যে ৮৮৬ একর ভূমি জুড়ে নতুন এক শহর তৈরি করছে ভারত। এ শহর শুধু বিদেশি বিনিয়োগের মাধ্যমে ভারতের অর্থনীতিকে গতি দেবে না বরং দেশটির প্রতিদ্বন্দ্বী সিঙ্গাপুর, দুবাই ও হংকং’এর মতই বিনিয়োগ হাব হয়ে উঠবে। শহরটি নাম দেয়া হয়েছে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স-টেক সিটি অথবা সংক্ষে জিআইএফটি সিটি। সিএনএন এ শহর প্রকল্পের সিইও অজয় পান্ডে বলেন, জিআইএফটি সিটি সিঙ্গাপুরের মত হবে না কিন্তু বিদেশি বিনিয়োগের জন্যে যা প্রয়োজন তার সবকিছুই এখানে থাকবে। গত বছর এ শহরে দুটি স্টক এক্সচেঞ্জ কাজ শুরু করে। ইতিমধ্যে ভ্রমণে কর ছাড় দেয়া হয়েছে শহরটিতেভ আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে বিদেশি বিনিয়োগকারীদের জন্যে স্বতন্ত্র প্রশাসন ও অর্থনিয়ন্ত্রক রয়েছে শহরটিতে। মুম্বাই স্টক এক্সচেঞ্জের সিইও আশিষ কুমার চৌহান বলেন, গত ৩০ থেকে ৪০ বছর ধরে চীনের জন্যে হংকং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে যে কাজ করেছে গুজরাটের এ নতুন শহরটি ভারতের জন্যে তাই করবে। শহরটিতে স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন গত ১৫ মাসে ৫’শ মিলিয়ন ছাড়িয়ে গেছে। জেপি মরগ্যান, মরগ্যান স্ট্যানলি সহ বহুজাতিক কোম্পানিগুলো লেনদেন অংশ নিচ্ছে। শহরটির আবাসন খাতে ২’শ কোটি ডলার বিনিয়োগ হয়েছে। আগামী দুই বছরে আরো ৪টি বিজনেস টাওয়ার নির্মাণের কাজ শেষ হচ্ছে। এবং এধরনের বিনিয়োগের পরিমাণ ১১’শ কোটি ডলার শীঘ্রই ছাড়িয়ে যাবে।