শিরোনাম

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০১:৪০ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘খুব কম সংখ্যক মানুষ অল্প সময়ে অনেক জনপ্রিয়তা অর্জন করতে পারে’

এম, এ কুদ্দুস :‘খুব কম সংখ্যক মানুষ পৃথিবীতে অল্প সময়ে অনেক জনপ্রিয়তা অর্জন করতে পারে। মোসাদ্দেক হোসেন তাঁর কর্মদক্ষতায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সকলকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে কাজ করার জন্যই তাঁকে বিরলের যুবসমাজ মনে রাখবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জনসেবার সাথে সম্পৃক্ত ছিলেন।’

রবিবার বিকালে বিরল উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা যুবলীগের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদ মোসাদ্দেক হোসেন স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম অরু, যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী, মহিলা লীগ সভাপতি কুলসুমা বেগম, কৃষকলীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি শফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য মোঃ কাইফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিলিপ চন্দ্র রায় প্রমূখ।

আলোচনা শেষে বিরল কইদিঘী ঈদগাহ মাঠ হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ আব্দুর রহমান দোয়া খায়ের পরিচালনা করে মোসাদ্দেক হোসেন এর আত্মার মাগফিরাত ও সকলের কল্যাণ কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়