Skip to main content

ফেসবুকে বিএনপির নেতা তরিকুল ইসলামের মৃত্যুর গুজব

শিমুল মাহমুদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর সংবাদ গুজব বলে জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান। রোববার সন্ধ্যায় বিএনপির প্রেস উইংয়ের আমাদের সময় ডট কমকে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন। গত শুক্রবার তরিকুল ইসলামকে পুরান ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তরিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে গত বছর তরিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অন্যান্য সংবাদ