শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০১:০৭ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংহাই ওপেন জয়ে দুইয়ে ফিরলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরে শীর্ষস্থানে নেই সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। এমনকি শীর্ষ দুইয়েও ছিলেন না এ সার্ব তারকা। তবে চতুর্থবারের মতো সাংহাই ওপেন জিতে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন জোকো। তিনে থেকে টুর্নামেন্ট খেলতে এসে শিরোপা জয় করেই শীর্ষ দুইয়ে ফিরেছেন জোকার। অন্যদিকে সেমিতে ক্রোয়াট তারকা কোরিচের কাছে হারায় দুই থেকে তিনে নেমে গেছেন রজার ফেদেরার।

আজ রোববার সাংহাই মাস্টার্সের ফাইনালে ক্রোয়েশিয়ার বোরনা কোরিচকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জেতেন এ সার্ব তারকা। ৬-৩, ৬-৪ সেটে পরাজিত হন ফেদেরারকে হারিয়ে ফাইনালে ওঠা কোরিচ।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ফ্রান্সের জেরেমি চার্ডেকে (৬-৩, ৭-৫), দ্বিতীয় রাউন্ডে ইতালির মার্কো ছেচিনেতোকে (৬-৪, ৬-০), কোয়ার্টারে দ. আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে (৭-৬, ৬-৩) হারিয়ে সেমিতে উঠেছিলেন। অন্যদিকে ক্রোয়াট তারকা কোরিচও ফাইনালে আসার পথে শিকার করেছেন ফেদেরার, জো ডেল পোতো এবং ম্যাথু এবডেনের মতো তারকোদেরকে।

সাংহাই ওপেনের সেমিফাইনালে জোকোভিচের সামনে দাঁড়িয়েছিলেন জার্মানির অ্যালেক্সান্ডার জাভরেভ। তাকে হারিয়ে ফাইনালে আসেন জোকার। অন্যদিকে ফাইনালের আগের দিন ফেদেরারকে সরাসরি (৬-৪, ৬-৪) সেটে হারিয়ে জোকোভিচের সামনে দাঁড়ান এটিপির ৩২ নম্বর বাছাই। তবে জোকোকে আর পরাস্ত করতে পারেননি।

ক্যারিয়ারের ৭২তম শিরোপা জয় করে জোকোভিচ শীর্ষ স্থান দখল করে বছর শেষ করার ইচ্ছা পোষণ করেছেন। নাদালকে হঠাতে আগামী ২৯ তারিখে আবার প্যারিস ওপেনে নামবে টেনিসের শীর্ষ বাছাইরা। সেখানে শিরোপা জিতলে শীর্ষস্থানের পথে আরো একধাপ এগিয়ে যাবেন নোভাক। আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে প্যারিস ওপেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়