Skip to main content

১৫২টি পূজামণ্ডপে ৮ লাখ টাকার চেক প্রদান করলেন মেয়র খোকন

শাকিল আহমেদ : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানীর ১৫২ টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে ৫ হাজার করে মোট ৭ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এসময় পূজামণ্ডপগুলোর আশেপাশে জমে থাকা আবর্জনা দুই দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। শনিবার নগরভবণে আয়োজিত শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে পূজামণ্ডপের নেতৃৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও অনুদান চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এ নির্দেশ দেন। সভায় ওয়ারি থানার পূজা উদ্যাপন কমিটির সদস্য বাপ্পী রায় অভিযোগ করে বলেন, আমাদের এখানে পূজামন্ডপের পাশে ময়লার কন্টেইনার রাখা আছে এছাড়া পাশে ময়লা আবর্জনার স্তুপ রয়েছে। কোতয়ালী থানা পূজা উদযাপন কমিটির এক সদস্য জানান, ৫ নম্বর গলিতে সব সময় আবর্জনা থাকে যেখানে পূজামণ্ডপ রয়েছে। সূত্রাপুর থানা পূজা উদ্যাপন কমিটি এবং মণ্ডপগুলোর কমিটির নেতারা বলেন, রাজধানীর সবচেয়ে বেশি পূজা মণ্ডপ এই এলাকাতে। এখানে ২৭ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। যার অনেকগুলোর আশেপাশে ময়লা আবর্জনার কন্টেইনার, ময়লার স্তুপ রয়েছে যা পূজার আগে অপসারণ করলে পূজা উদ্যাপনে আর কোন সমস্যা থাকে না। এসব অভিযোগের প্রেক্ষিতে সাঈদ খোকন বলেন, আগামী দুই দিনের মধ্যেই ময়লা-আবর্জনা অপসারণ ও পরিস্কার করা হবে। এছাড়া আরো যেসব সমস্যা রয়েছে আপনারা জানান, আমরা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানের ব্যবস্থা নিব। তিনি বলেন, আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে সব অনুষ্ঠান পালন করতে চাই। যেখানে থাকবে না কোন ভয় থাকবে না দ্বিধা। এটা শেখ হাসিনার সরকার এই সরকারের আমলে যে যার ধর্মীয় অনুষ্ঠান সাচ্ছন্দে আনন্দের সঙ্গে পালন করতে পারবেন। আমরা সব নাগরিকদের হাসিমুখে দেখতে চাই। আমাদের ধর্ম যার যার উৎসব সবার। মতবিনিময় সভা শেষে, রাজধানীর ১৫২ টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান চেক প্রদান করা হয়। এর আগে ঢাকেশ্বরী পুজাণ্ডপে ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন মেয়র খোকন। অনুষ্ঠানে রাজধানীর পূজা মণ্ডপের প্রতিনিধি ছাড়াও আরো উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহম্মাদ বিলাল,সচিব শাহাবুদ্দিন খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহ উদ্দীন প্রমুখ।সম্পাদনা : শাহীন চৌধুরী