শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০১:০৩ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সমৃদ্ধির বাংলাদেশ’ শিরোনামকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কাজ শুরু

আহমেদ জাফর : এবার আওয়ামী লীগের ইশতেহারে থাকবে জনবান্ধাব উন্নত ‘সমুিদ্ধর বাংলাদেশে’ গড়ার প্রত্যোয়। ইশতেহারে ‘সমৃদ্ধির বাংলাদেশ’ শিরোনামকে প্রাধান্য দিয়ে প্রাথমিকভাবে স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘দিন বদল শুরু করেছি, দিন বদল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে’। তাই ইশতেহার প্রণয়নে ১২ সদস্যর একটি উপ-কমিটি গঠন করে কাজ শুরু করা হয়েছে ।

ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী কার্যালয়ে ১০ অক্টোবর বুধবার ইশতেহার উপ-কমিটির বৈঠক হয়। বৈঠকের পর ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক বলেছিলেন আমরা কয়েকজন বসেছি। কাজ শুরু হয়েছে। কমিটিতে আরো কিছু সদস্য বাড়ানো হতে পারে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ‘দিন বদলের সনদ’ স্লোগান সংবলিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিকে প্রাধান্য দেয়া হয়েছিল। এই নির্বাচনী ইশতেহারে আগামী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে অনেক কিছুই রাখা বলে আশাবাদী।

ইশতেহার কমিটির একনেতা বলেন, একাদশ জাতীয় নির্বাচনী ইশতেহার হবে উন্নত সমুদ্ধির বাংলাদেশ গড়ার। ইতিমধ্যে ইশতেহারের কাজ শুরু হয়েছে। প্রথম মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দিনবদলের একগাদা প্রতিশ্রুতি দিয়েছিলো আওয়ামী লীগ দশ বছরে সেসব প্রতিশ্রুতির পূরণ করেছে। তাই দেশের জনগণ আবার ক্ষমতায় দেখতে চায় আওয়ামী লীগকে। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে নতুন আকাংখা ও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে আর সেইসব আকাংখা ও নতুন প্রত্যাশা পূরণে ও দেশের মানুষের জন্য ‘সমৃদ্ধি বাংলাদেশ’ শিরোনামকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ ইশতেহারের কাজ শুরু করেছে। এ নির্বাচনে নতুন ভোটাদের কথা মাথায় রেখে কাজ করা হচ্ছে।

জাতীয় নির্বাচনের জন্য ইশতেহার তৈরির কাজ শুরু করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইশতেহার প্রণয়নে উপ-কমিটিকে মৌখিকভাবে অনুমোদন দিয়েছেন। এজন্য গঠন করা হয়েছে ১২ সদস্যর একটি উপ-কমিটি। পরে এ কমিটির পরিধি আরো বাড়তে পারে।

যাদের আহ্বায়ক করা হয়েছে দলের সভাপতিণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে। কমিটির অপর সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান, হোসেন তওফিক ইমাম (এইচ টি ইমাম) ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার ফরহাদ হোসেন। বাকি সদস্যদের নাম শিগগিরই অন্তর্ভুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়