Skip to main content

বরিশালে নয় বছর পর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেটলীগ

স্টাফ রিপোর্টার, : বরিশাল  দীর্ঘ নয় বছর পর পুনরায় বরিশালে শুরু হচ্ছে ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেটলীগ। এ উপলক্ষে রবিবার বেলা ১২টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর খান আলো বলেন, দীর্ঘ নয় বছর পর বরিশালে ২০তম জাতীয় ক্রিকেটলীগ আয়োজন করা হয়েছে। নানা সমস্যার কারনে এতোদিন বরিশালে ক্রিকেট লীগের আয়োজন করা সম্ভব হয়নি। যাতায়াত ও হোটেল সমস্যা ছিলো এর মধ্যে অন্যতম কারণ। বর্তমানে বরিশালে আধুনিক মানের হোটেল ও যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, আজ সোমবার (১৫ অক্টোবর) বরিশাল ও রাজশাহী বিভাগের মধ্যে চার দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল নয়টার এ খেলার উদ্বোধণ করবেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

অন্যান্য সংবাদ