Skip to main content

ভারতীয় বোর্ডের প্রধান নির্বাহীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

স্পোর্টস ডেস্ক : বিনোদন জগত থেকে যৌন হেনেস্তার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে ক্রীড়া জগতেও। যৌন হেনস্থাকারী হিসেবে ইতিমধ্যেই নাম এসেছে লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা এবং সাবেক অধিনায়ক রানা তুঙ্গার। এবার সামনে এলো আরো বড় রাঘব বোয়ালের নাম। তিনি হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সিইও রাহুল জোহরি। শনিবার সকাল থেকেই রাহুল জোহরির নামে কিছু অভিযোগে আসতে থাকে। এরপর বিকেলের মধ্যেই বিসিসিআইকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রশাসনিক কমিটি। নোটিশে তার কাছে এক সপ্তাহের মধ্যে জবাবদিহি চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রাহুল জোহরির নামে অভিযোগ, স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তিনি তার প্রাক্তন নারী সহকর্মীকে বাড়িতে নিয়ে যান। অভিযোগকারী নারী তখন চাকরি খুঁজছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই নারী জানান, সুযোগ পেয়ে রাহুল তার কাপড় খুলে ফেলেছিলেন এবং তাকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে আসা আইনি নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন রিপোর্টে বিসিসিআই প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছিল। কমিটির তরফ থেকে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। -জি নিউজ