শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ১১:১১ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আগামীতে আরো বড় পরিসরে আয়োজিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ’

নিজস্ব প্রতিবেদক : আগামী আরো বড় পরিসরে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে সঙ্গে বাড়ানো হবে দলের সংখ্যাও। এমনটিই জানিয়েছেন সিনিয়র সভাপতি সালাম মুর্শেদী। বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরের আয়োজন নিয়ে সন্তুষ্ট দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। ঢাকার বাইরে সিলেট ও কক্সবাজারে আসরের ম্যাচ হওয়ায় দর্শকদের কাছ বেশ সাড়া মিলেছে এবার। অংশগ্রহণকারী দলগুলোও বাফুফে ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে স্পোর্টসের যৌথ আয়োজনের প্রশংসাও করেছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরের চিত্র এটি। সিলেট স্টেডিয়ামে, বাংলাদেশ ও লাওসের মধ্যকার ম্যাচ চলাকালীন কানায় পরিপূর্ণ ছিলো স্টেডিয়ামের সবগুলো গ্যালারী। তাছাড়াও অনেকেই ম্যাচ দেখতে এসে টিকিট কেটেও জায়গা না থাকায় টিকিটের অর্থ ফেরত নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।

কক্সবাজারেও ছিলো সে একই চিত্র। বাংলাদেশ দল সেমিফাইনালে হারলেও, ম্যাচ দেখে সন্তুষ্টি নিয়ে ফিরেছেন দর্শকরা। প্রশংসা মিলেছে অংশ নেয়া দলগুলোর কাছ থেকেও। সামগ্রিক আয়োজনে তাই বেশ সন্তুষ্ট বাফুফে।

বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী বলেন, ছয় দল নিয়ে একটি সুন্দর আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হয়েছে। সেই সাথে সফল আয়োজন হয়েছে। এটি আপনারাই দেখেছেন।

এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে অংশ নিয়েছে বাংলাদেশসহ ৬টি দেশ। আগামীতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভেন্যুর প্রতি আরো মনোযোগী হতে চায় বাফুফে।

সালাম মুর্শেদী আরো বলেন, আমাদের একটাই লক্ষ্য এই টুর্নামেন্টকে ধারাবাহিকভাবে রাখা। আরো বেশি দলকে অংশগ্রহণ বাড়ানো। সেই সাথে আন্তর্জাতিকভাবে ফিফা ও এফসি কাছ থেকে স্বীকৃত করাই আমাদের মূল লক্ষ্য। আগামী বছরও আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়