শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ১১:১০ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্ট দুঃশাসন থেকে মুক্তির পথ দেখাবে: ৫০১ চিকিৎসক

শাহানুজ্জামান টিটু : জনগণের অধিকার, গণতন্ত্র পুনঃরুদ্ধার, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের ঐক্যের আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসীকে এই দুঃশাসন থেকে মুক্তির পথ দেখাবে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার দেশের ৫০১ জন বিশিষ্ট চিকিৎসক এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনের জন্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, আলোচনা করে নিরপেক্ষ সরকার গঠন এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭ দফা ১১টি লক্ষ্যের ভিত্তিতে যে জাতীয় ঐক্যফ্রন্টের পথচলা শুরু হয়েছে এর সম্মানিত নেতৃবৃন্দকে চিকিৎসকদের পক্ষ থেকে সাধুবাদ ও অভিনন্দন জানাই।

বিবৃতিতে বলা হয়, দেশের জনগণ ও সকল রাজনীতিবিদ, পেশাজীবী, ছাত্র-শ্রমিক-জনতা, চিকিৎসক সমাজ জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করবে। এবং মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জন্যে একটি গণতান্ত্রিক ও সুশাসন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সামজিক নিরাপত্তা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে আশাবাদী। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু, ডাঃ মোঃ আব্দুস সালাম, ডাঃ মোঃ শহীদ হাসান, ডাঃ মোঃ শহীদুল আলমসহ ৫০১ জন চিকিৎসক এ বিবৃতি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়