Skip to main content

জেনেভায় আইপিইউ’র ১৩৯তম সম্মেলন শুরু

আসাদুজ্জামান সম্রাট : সারাবিশ্বের ১৩ শতাধিক স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্যদের ও প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে বিশ্বেও সবচে বড় সংসদীয় সংগঠন ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন-আইপিইউ ১৩৯তম সম্মেলন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এ সম্মেলনে যোগ অংশ নিচ্ছেন। এবারের এসেম্বলীর মূল প্রতিপাদ্য হচ্ছে, প্লেসিং সাইন্স এ্যাট দ্যা হার্ট অব পার্লামেন্টস, পলিসি মেকিং এ্যান্ড পিস’। আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় এই সম্মেলন চলবে আগামী ১৮ আক্টোবর পর্যন্ত। সম্মেলনে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ, যৌন হয়রানী বন্ধ, মানিবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় অন্তর্ভূক্ত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৩৯তম ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলীতে অংশ নিতে রোববার জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পিকারের নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন, সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মো. আব্দুল কুদ্দুস এমপি, এ বি তাজুল ইসলাম এমপি, মমতাজ বেগম এমপি, মো. হাবিবে মিল্লাত এমপি, কেএইচ আজিজুল হক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি,কামরুল লায়লা জলি এমপি, নাভানা আক্তার এমপি, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি। তাদের সহায়তায় প্রতিনিধি দলে রয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব (আইপিএ) আলী আশরাফ, সংসদ বাংলাদেশ টেলিভিশনের পরিচালক প্রোগ্রাম এন্ড নিউজ এস এম মঞ্জুর, পরিচালক গণসংযোগ মো. তারিক মাহমুদ, স্পিকারের সহকারী একান্ত সচিব সুয়ে মেন জো এবং হুইপ ইকবালুর রহিম এমপি’র একান্ত সচিব মোরারজি দেশাই বর্মন। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন । সম্মেলন শেষে আগামী ১৮ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে আশা করছে জাতীয় সংসদ সচিবালয়।

অন্যান্য সংবাদ