Skip to main content

বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন গ্রিজম্যান, পগবা ও এমবাপে

স্পোর্টস ডেস্ক : গ্রিজম্যান-পগবা-এমবাপে। এই ত্রিরতেœই বিশ্বজয় করেছে ফ্রান্স। ফুটবল মাঠে আলো ছড়ানো এই বিশ্বচ্যাম্পিয়নরা ক্যামেরার রঙিন গ্লাসে আইকন কিংবা ‘সেলেব্রেটি’ হলেও তাদের বাস্তব জীবনটা বাকি আট-দশটা সাধারণ মানুষের মতই। মাঠের বাহিরের এই সাধারণ গ্রিজম্যান-এমবাপেদের সঙ্গে দীর্ঘক্ষণ সাক্ষাতের সুযোগ পেলেন প্যারিসে বসবাসকারী বেশ কয়েকজন প্রবাসী বাঙালি। দীর্ঘ সময় বাঙালি ভক্তদের সঙ্গ দেওয়ার পাশাপাশি সকল বাংলাদেশি ভক্তদের ‘ধন্যবাদ’ জানালেন রাশিয়া বিশ্বকাপ জয়ী তারকা গ্রিজম্যান, এমবাপে, পগবা এবং ওসমান দেম্বেলেরা। ফ্রান্সের শহরতলি লাগ্ন্য-সুর-মারনেতে জন্ম নেয়া পগবা বেড়ে উঠেছেন অনেকটা গ্রাম্য পরিবেশে। এই ফুটবলারের অবসর সময় কাটে নিজের শহর প্যারিসে। বাসার সামনে ‘নিউ টাসোস’ নামের একটা রেস্তোরায় সবসময় আসা যাওয়া এই মুসলিম ফুটবলারের। রেস্তোরাতেই কর্মরত আছেন কয়েকজন বাংলাদেশি প্রবাসি। শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে ড্র করা ম্যাচের পর পগবার এলাকায় ঘুরতে আসেন এমবাপে, গ্রিজম্যানরা। স্থানীয় সময় বিকেল বেলায় চলে আসেন ‘টাসোস’ নামের সেই রেস্তোরায়। পরনে সাধারণ জামাকাপড়। হাতে সাধারণ মোবাইল। সব মিলিয়ে তাদের আট-দশটা মানুষের মতই লেগেছিল। যার জন্য রেস্তোরায় প্রথম ঝলকে গ্রিজম্যানকে দেখে চিনতেই পারেনি সবাই। রেস্তোরায় প্রবেশ করার সময়ই এক বাংলাদেশিকে গ্রিজম্যানের প্রশ্ন, আমাকে চিনেছো? গ্রিজম্যানের নাম শুনেছো? আমিই সেই গ্রিজম্যান (হাসি)। এরপর আরো নানা প্রশ্ন আর ঠাট্টা। এক পর্যায়ে প্রবাসি বাঙালীরা জানায় বাংলাদেশে ফরাসিদের অনেক ভক্ত রয়েছে। এছাড়া ফ্রান্সের খেলাও বেশ উপভোগ করে বাঙালিরা। প্রবাসি বাঙালীদের মুখে নিজেদের প্রশংসা শুনে তাদের জড়িয়ে ধরেন গ্রিজম্যানরা। নানা ভঙ্গিতে ছবি তোলার পাশাপাশি সকল বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানান তারা। -ফেসবুক থেকে