শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০৯:৪০ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু ভালো তো সব ভালো : মিথুন

ক্রিকফ্রেঞ্জি : এশিয়া কাপের প্রথম ম্যাচে ৬০ রানের ইনিংসটি মোহাম্মদ মিথুনকে দুয়ার খুলে দিয়েছিল সম্পূর্ণ টুর্নামেন্ট খেলার। এবার জায়গা পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ দলের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডেও। ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুইটি সিরিজে দলের সাথে থাকতে পারার সৌভাগ্যটা এশিয়া কাপেই তৈরি হয়ে গিয়েছিল তার, জানিয়েছেন মিথুন নিজেই।

এরপর পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলেছেন ৬৩ রানের ইনিংস। তবে চার বছর আগের শুরুটা এমন হয়নি মিথুনের। মাত্র ২৬ রান করেছেন নিজের প্রথম ম্যাচে। কিন্তু এশিয়া কাপের মতো শুরু যদি অভিষেকের পর করে দেখাতে পারতেন তাহলে আরও আগেই দলে জায়গা পেতেন, বিশ্বাস করেন মিথুন।

'হ্যাঁ এটা সত্যি। এবার যেমন প্রথম ম্যাচেই ভাল রান হয়েছে, এর আগে কখনো এমন হয়নি। আগে এমন হলে হয়তো অনেক আগেই সময়টা আসত। যাই হোক,পেছনের কথা ভেবে তো লাভ নেই। এখন সামনে তাকাতে হবে,' মিরপুরে অনুশীলনের ফাঁকে বলেছিলেন মিথুন।

চলতি বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল দিয়ে ওয়ানডে দলে ফিরেছিলেন তিনি। সেখানেও তেমন উজ্জ্বল ছিলেন না। তাই আবার ছিটকে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে 'এ' দলের হয়ে ধারাবাহিক পারফর্মেন্স করে আবার দলে জায়গা পান এশিয়া কাপে।

দলে আসা যাওয়ার মাঝে থাকলেও হতাশ ছিলেন না মিথুন। জানিয়েছিলেন, অনিয়মিত থাকা খুব বেশি কঠিন মনে হয়নি তাঁর কাছে। কারণ এই খেলাকেই তিনি তাঁর পরিবার চালানোর একমাত্র উপার্জন হিসেবে বেছে নিয়েছেন। তাই ভাল খেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পরিবার থেকেই পান তিনি।

'আসলে আমার কাছে খুব বেশ কঠিন মনে হয়নি। এটা আমার পেশা। ঘুম থেকে উঠে মাঠে না আসলে আমার ভাল লাগে না। মাঠে এসে যদি কিছু করে যাই তাহলে দিন শেষে এটাই আমার সন্তুষ্টি। আমি যেখান থেকে অর্থ উপার্জন করি, যা দিয়ে আমার পরিবার চলে, সেটার পেছনেই আমার সময় দিতে হবে।

'আমি অন্য কিছু করি না। মোটিভেশনটা সেখান থেকেই আসে। আর খেলা তো ছাড়ছি না। যেহেতু খেলছি সেহেতু এখানে ভাল করার চেষ্টা করতে হবে। সবসময় এই চেষ্টাই ছিল।'

চার বছরে মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন বর্তমানে দলের মিডেল অর্ডারের দায়িত্ব পালন করা অভিষেক হওয়া মিথুন। আর এখন নিজের পারফর্মেন্স দিয়ে নিয়মিত দলে জায়গা করে নিচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়