শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০৯:১৮ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসিম আকরামের সেই হ্যাটট্রিক ও ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক: ১৯৮৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচ। পাকিস্তানের বেঁধে দেওয়া ২৫১ রানের টার্গেটে জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ।
শারজাহ স্টেডিয়াম ভরপুর। পাকিস্তানের জয় দেখতে মাঠে উপস্থিত হয়েছিল প্রায় ১২ হাজার দর্শক। ইমরান খান, রমিজ রাজা, সেলিম মালিকদের বিপক্ষে খেলছেন স্যার ভিভিয়ান রিচার্ডস, ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস, রিচি রিচার্ডসন ও কিথ আর্থারটনের মতো তারকারা।

তুমুল উত্তেজনার ম্যাচের শেষ নায়ক ওয়াসিম আকরাম। হ্যাটট্রিকসহ তুলে নেন ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান ম্যাচ জিতে নেয় ১১ রানে। ওয়ানডে ক্রিকেটের চতুর্থ হ্যাটট্রিক উপহার দেন ওয়াসিম। তার দুর্দান্ত বোলিংয়ে একে একে সাজঘরে ফেরেন জেফ ডুজন, ম্যালকম মার্শাল ও কার্টলি অ্যামব্রোস। এর আগে শুরুতে ফিল সিমন্স এবং সবশেষে কোর্টনি ওয়ালশের উইকেট নেন ওয়াসিম।

৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেট নেওয়া ওয়াসিম আকরামের ছিল ওটা দ্বিতীয় ৫ উইকেট শিকার। বর্নাঢ্য ক্যারিয়ারে ওয়ানডেতে ছয়বার ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন ওয়াসিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়