শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল সিটিতে ছয় কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিতকৃত নয়টি কেন্দ্রের পুনঃভোটে ছয়টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়ী হয়েছেন আরও তিনজন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান জানান, ভোট গননা শেষে শনিবার রাতে ফলাফল ঘোঘণা করা হয়। এর আগে ওইদিন (শনিবার) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ঘোষিত ফলাফলে বিজয়ী সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন, ১নং ওয়ার্ডে আমীর বিশ্বাস, ১৪নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম ছাবিদ, ১৭নং ওয়ার্ডে গাজী আক্তারুজ্জামান হিরু, ২২নং ওয়ার্ডে আনিছুর রহমান দুলাল, ২৩নং ওয়ার্ডে এনামুল হক বাহার ও ২৪নং ওয়ার্ডে আনিছুর রহমান শরীফ।

এছাড়া তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের মধ্যে সংরক্ষিত-৫ (১৩, ১৪ ও ১৫) নং ওয়ার্ডে ইসমত আরা লাভলী, সংরক্ষিত-৬ (১৬, ১৭ ও ১৮) নং ওয়ার্ডে গায়েত্রী সরকার পাখি এবং সংরক্ষিত-৯ (২৪, ২৫ ও ২৬) নং ওয়ার্ডে সেলিনা বেগম নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়