শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃতব্যক্তি এবং প্রবাসীদের নামেও গায়েবি মামলা : তাফসির বাবু

জুয়েল খান: বাংলাদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দেশের অন্যতম প্রধান বিরোধীদলের নেতাকর্মীদের উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেকক্ষেত্রে মৃতব্যক্তি এমনকি প্রবাসী ব্যক্তিদের নামও জড়ানো হয়েছে এসব মামালায় এমন তথ্যই উঠে এসেছে বিবিসি বাংলার অনুসন্ধানে।

ঢাকার কয়েকটি থানায় এধরনের মামলার সরজেমিনে অনুসন্ধান করেছেন বিবিসি বাংলার প্রদিবেদক তাফসির বাবু। তার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এমনই এক মামলায় রাজধানীর চকবাজার থানায় আজিজুল্লা নামে একজনকে আসামি করা হয়েছে যিনি ২ বছর আগেই মারা গেছেন। এবং তার মৃত্যুতে যে শোকের ব্যানার করা হয়েছে সেটা এখনও দেখে যাচ্ছে।

কিন্তু চকবাজার থানার তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত প্রতিবেদনে লিখেছেন যে, অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপর ককটেল নিক্ষেপ করেছেন। এবং মামলার তারিখটা ছিল ৫ সেপ্টম্বর। অর্থাৎ তিনি মারা যাওয়ার পরেও তার নামে মামলা করা হয়েছে। আবার অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে যে, অভিযুক্ত ব্যক্তি দেশের বাইরে আছে কিন্তু তার নামে মামলা দায়ের করেছে পুলিশ।

আবার এমনো অনেক মামলা হয়েছে যে ঘটনার অভিযোগে মমলা করা হয়েছে সেখানে এই রকম কোন ঘটনাই ঘটেনি। এমনই একটা মামলায় উল্লেখ করা হয়েছে যে, চকবাজার থানার বেচারাম দেউড়ি এলাকায় আজগরী মঞ্জিলের সামনে সংঘবদ্ধভাবে পুলিশের কাজে বাধা দেওয়া এবং ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়।

কিন্তু বাস্তবে সেখানকার লোকজন জানেই না যে এখানে কোনো ধরনের মিছিল কিংবা পুলিশের উপর ককটেল ছোড়ার কোন ঘটনাই ঘটেনি। কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা , তদন্তকারী কর্মকর্তা বলছেন যে তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছেন ঘটনার সত্যতা আছে এবং স্থানীয় জনগণ বিষয়টি জানে। তবে এটা আসলে ঢালাওভাবে একটা দায়সারা বক্তব্য।

উল্লেখ্য বিএনপি বলছে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সারা বাংলাদেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নামে ৪ হাজারের বেশি গায়েবি মামলা দেওয়া হয়েছে এবং এসব মামলায় ৩ লাখ ৬৬ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়