শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জামিন বাতিলের বিষয়ে আদেশ ১৬ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল হবে কি-না এ বিষয়ে আদেশের জন্য নতুন তারিখ আগামী ১৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। উভয় পক্ষের শুনানি শেষে রবিবার (১৪ অক্টোবর) রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন। এ নিয়ে দ্বিতীয় বারের মতো খালেদা জিয়ার জামিন বাতিলের বিষয়ে আদেশ পেছাল।

আজ রবিবার মামলাটিতে খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে কি-না এবং মামলার কার্যক্রম স্থগিত করে রায়ের তারিখ ঘোষণা করা হবে কি-না এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে উচ্চ আদালতে (হাইকোর্টে) মামালটি আজ শুনানির জন্য আছে বলে শুনানিতে বলেন, খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, ‘এই আদেশের বিরুদ্ধে আজ মামলাটি উচ্চ আদালতে (হাইকোর্ট) আদেশের জন্য আছে। মামলাটি ৯৫ নম্বর সিরিয়ালে (আইটেমে) আছে। আমরা আদেশ পেলে আপনার আদালতে দাখিল করবো। তাই খালেদা জিয়ার জামিন বহাল রাখার আবেদন করছি।’

এদিকে, দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, ‘আজকে আদেশের জন্য যেহেতু উচ্চ আদালতে দিন ধার্য আছে। তাহলে আগামীকাল তারিখ রাখার আবেদন করছি।’

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ১৬ অক্টোবর দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়