Skip to main content

পটুয়াখালীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী : নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা। সকালে বড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ইসিলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা কাজী গোলাম সরোয়ার, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল বাশার জিহাদী, অধ্যক্ষ মো.মহিউদ্দী সিকদার। সমাবেশে নির্বাচনের পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন, দূর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা,ইভিএম বালিতসহ ১০দফা দাবি পেশ করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

অন্যান্য সংবাদ