Skip to main content

মিরপুরে জনসভার অনুমতি চাইতে ডিএমপিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট

সাব্বির আহমেদ : ২১ অক্টোবরে রাজধানীর মিরপুরে জনসভা করতে চায় সদ্য গঠিত ড.কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। জনসভার অনুমতি চাইতে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চাইতে যাবে একটি প্রতিনিধি দল। রোববার সকালে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক নাজমুল হাসান। তিনি জানান, নাগরিক ঐক্যের উদ্যোগে ওই জনসভাটি হবে মিরপুরের ১১ নম্বর বেনারসি পল্লীতে। যেখানে থাকবেন ড.কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের সকল নেতৃবৃন্দ। নাজমুল হাসান বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নাগরিক ঐক্যের কয়েকজন আজ দুপুরে ডিএমপিতে জনসভার অনুমতি চাইতে যাব। আমাদের দলের আয়োজনে সভাটি হওয়ায় সকল আয়োজন আমাদের।

অন্যান্য সংবাদ