শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০২:২০ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার জীবন সংকটাপন্ন: হুইপ আতিক

তপু হারুন শেরপুর: জাতীয় সংসদের হুইপ শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক, এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন,আমি আপনাদের লোক । আমি আপনারদের ভালবাসা নিয়েই বেঁচে আছি। আপনাদের ভালবাসা মধ্যেই একদিন হারিয়ে যাব। আমার জীবন খুব সংকটাপন্ন। তারা আমাকে চিরদিনের জন্য মেরে ফেলতে চায়। তারা আমাকে আপনাদের কাছ থেকে সরিয়ে নিতে চায়। যারা আমাকে সরিয়ে নিতে চায় তাদের সম্পর্কে আপনারা খেয়াল রাখবেন এবং সজাগ থাকবেন। তবে কারা তাকে মেরে ফেলতে চায়, হুইপ তার বক্তব্যে কারও নাম উল্লেখ করেন নি।

তিনি বলেন, শান্ত শেরপুরকে যারা অশান্ত করতে চায়, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সতর্ক থাকুন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।সাংবাদিকদেরও তিনি এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন। শেরপুরের মানুষের প্রতি যারা অন্যায় আচরণ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।তিনি ১৪ অক্টোবর শনিবার বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে শেরপুর শহর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় শহর আওয়ামী লীগের নব গঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় শহর আওয়ামী লীগের মৃত্যুবরণকারী নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।শেরপুর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল,পিপি।

আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, খন্দকার নজরুল ইসলাম, ফকরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল, নাজিমুল হক নাজিম, প্রকাশ দত্ত, এসএম মুসা, আনোয়ারুল হাসান উৎপল, আনিসুর রহমান আনিস প্রমুখ ।

হুইপ আতিক আরও বলেন, আমি প্রধানমন্ত্রীকেও আমাকে একটি মহল শেষ করে দিতে চায় এ কথাটি বলে তার পা ছুঁয়ে সালাম করে এসেছি। আপা (প্রধানমন্ত্রী)আমার মাথার ওপর হাত দিয়ে বলেছেন, দেখ নাই আমাকে ১৮ বার হত্যার চেষ্টা করা হয়েছে, পারে নাই। আল্লাহ্ রাব্বুল আল আমীন তোমার সহায়, তোমার কিছু হবে না। তুমি সাবধানে থেকো।

শনিবার দুপুর ১২টায় শুরু হয়ে এই বর্ধিত সভা বিকেল ৪টা পর্যন্ত চলে। সকালে বৃষ্টি উপেক্ষা করে শহর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে ওই বর্ধিত সভায় যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়