শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ ছাড়ল চাকরি প্রত্যাশীরা

ডেস্ক রিপোর্ট  : বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা। শনিবার রাত দশটা নাগাদ শাহবাগ ছেড়ে যান তারা।

এ সময় আন্দোলনকারী জানান, ১৫ অক্টোবর কেবিনেট থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছেন তারা। যদি তা না পাওয়া যায় তাহলে ১৮ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবেন।

এর আগে আজ বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর ব্যানারে সমাবেশ করে আন্দোলনকারীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীরা অংশ নেয় এ কর্মসূচিতে। এরপর বিকেল সাড়ে ৫ টার কিছু আগে শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল।

কিন্তু বঙ্গোপসাগরে সৃ্ষ্ট ঘূর্ণিঝড় তিতলির কারণে গত কয়েকদিন ধরে মেঘাচ্ছন্ন দেশের আকাশ। রাজধানীসহ অনেক জেলাতেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় অবস্থান কর্মসূচি চালানো কষ্টকর। তাই কর্মসূচি তুলে নিয়ে ১৫ অক্টোবর কেবিনেট মিটিংয়ের অপেক্ষায় থাকলেন তারা।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ করে। কিন্তু ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সেটি বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের দাবিতে আন্দোলন করে আসছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে তারা এই আন্দোলনে নামে। বিশ্বের ১৬২ টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এর বেশি। এমন দাবিতে জোড়ালো হয় আন্দোলনটি।

ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়