শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০৩:৪১ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে রেডক্রসকে নিরাপত্তার নিশ্চয়তা দিল তালেবান

আসনাত চৌধুরী রিভা : আফগানিস্তানে রেড ক্রসের নিরাপত্তা পুনর্বহাল করেছে তালেবান গোষ্ঠী। গত দুমাস আগেও রেড ক্রসের নিরাপত্তা বন্ধ করে দিয়েছিল তালেবানরা। শুক্রবার তালেবান এবং রেড ক্রসের এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

কাতারে তালেবানদের কার্যালয়ে দুই পক্ষের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় যুদ্ধ বিধ্বস্তদের স্বাস্থ্য সহায়তা পুনরায় চালু করা এবং স্বাস্থ্য সেবার মান বাড়ানোর জন্য জোর দেওয়া হয়।

আফগানিস্তানের আইসিআরসির মুখপাত্র আন্দ্রেয়া কত্ত প্রেতা বলেন, দোহায় তালেবান নেতৃত্বের অঙ্গীকার পুনর্নবীকরণের আগে মানবিক এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, আফগানিস্তানে কারাগারে বন্দিদের প্রতি আমাদের সমর্থন সম্পর্কে তালেবান নেতাদের জানাই এবং আমরা আমাদের স্বাস্থ্য পরিকল্পনা সম্পর্কে ব্যাখ্যা করেছি। অবশেষে দুইপক্ষ বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে।

গত আগষ্টে, কাবুলের পুল-ই চারখি কারাগারে ক্ষুধার্ত বন্দীদের চিকিৎসা সেবা দিতে তালেবান ব্যর্থ হয়ে রেড ক্রসকে অভিযুক্ত করেছিল এবং নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়।

এ সিদ্ধান্তের পর রেড ক্রস আফগানিস্তানের কিছু জরুরী প্রকল্প প্রত্যাহার করে। তিন দশক ধরে রেড ক্রসের প্রায় ১ হাজার কর্মী আফগানিস্তানে কর্মরত ছিল। গত বছর রেড ক্রসের ৭ জন কর্মী নিহত হওয়ায় তারা অনেক সহায়তা মূলক কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নেয়। ইয়ন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়