শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র খুলছেন আলিবাবার জ্যাক মা

নূর মাজিদ : প্রযুক্তিখাতের তরুণ উদ্যোক্তাদের জন্য ইন্দোনেশিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলার ঘোষণা দিলেন বিশ্বের সবচাইতে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার চেয়্যারম্যান জ্যাক মা। গতকাল শনিবার ইন্দোনেশিয়ার বালিতে চলমান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। জ্যাক মা ইন্দোনেশিয়া সরকারের ই-কমার্স বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজ নামেই এই প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন জ্যাক মা। নাম হবে জ্যাক মা ইন্সটিটিউড অব ইন্টারপ্রেনরস। তবে ঠিক কবে নাগাদ তিনি এই প্রশিক্ষণ কেন্দ্র খুলবেন তা নির্দিষ্ট করে জানাননি তিনি।

আলীবাবার চেয়ারম্যান বলেন, এই ইন্সটিটিউড আগামী ১০ বছরে ১০০০ প্রযুক্তিখাতের উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে। তরুণ ইন্দোনেশিয় উদ্যোক্তাদের জন্য আরও সম্ভাবনার দুয়ার খুলে দিতে এই প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও, ইন্দোনেশিয়া সরকারকে মানবসম্পদ উন্নয়নে আরও উদ্যোগ নেয়ার আহব্বান জানিয়ে মা বলেন, শুধুমাত্র যখন মানুষ পরিবর্তন হয়, মানসিকতা বদলায় এবং দক্ষতা বৃদ্ধি পায় কেবলমাত্র তখনই আমরা ডিজিটাল যুগে প্রবেশ করতে পারব। বর্তমানে প্রযুক্তিখাতে ইন্ডনেশিয়ায় দক্ষ প্রকৌশলীর যথেষ্ট অভাব রয়েছে। যা পূরণ করতে এই কেন্দ্রটি সক্রিয় ভূমিকা পালন করতে পারবে বলেই জ্যাক মা আশা প্রকাশ করেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়