Skip to main content

এই ঐক্য কোনও দলের নয়, জনগণের: ড. কামাল

সাব্বির আহমেদ : জাতীয় ঐক্যফ্রন্ট কোনও দলের পক্ষে নয় এটি জনগণের ঐক্য বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য ফ্রন্টের ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কামাল হোসেন বলেন, চলুন সকলে রাস্তায় হাটি। দেশের মালিক জনগণ- তা নির্ভয়ে বলি। জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল অনেক ত্যাগের বিনিময়ে। এই ঐক্য জনগণের পক্ষে। বৈধ সরকার গঠন করতে অবাধ নির্বাচনের কোনও বিকল্প নেই। বি চৌধুরীর অনুপস্থিতিতে তিনি বলেন, বি চৌধুরী অসুস্থ, আসতে পারেননি। ঐক্যের শক্তি জনগণের শক্তি। ৯০ এ ঐক্যের মাধ্যমে আমরা স্বৈরশাসককে হটাতে পেরেছিলাম। ঐক্যের ওপর বঙ্গবন্ধুও ভরসা করেছিলেন। জাতীয় ঐক্য ফ্রন্টের লড়াই চলবে। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।

অন্যান্য সংবাদ