Skip to main content

ট্রাম্পকে নিয়ে পরকীয়ায় অভিযোগ ওঠায় বিরক্ত মেলানিয়া

মালিহা নেছা : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤েপর সাথে পর্নো তারকার সম্পর্ক নিয়ে কানা-ঘোষা বন্ধ করতে বলেছেন মেলানিয়া ট্রাম্প । শুক্রবার এক সাক্ষাৎকারে মেলানিয়া বলেন, এই সব নিয়ে কথা বলা বন্ধ করে ভালবাসার ওপর জোর দিন। এবিসি টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে মেলানিয়া জানিয়েছেন, তিনি তার স্বামীর পরকীয়ার ব্যাপারে কখনোই অস্বীকার করবেন না কিন্তু এরসঙ্গে এটাও ঠিক যে ট্রাম্প কারো সাথে স্থায়ী সম্পর্কে যায় নি। মেলানিয়া বলেন, আমি জানি মানুষ আমাদের নিয়ে সমালোচনা করতে পছন্দ করে এবং মিডিয়াও এর ব্যতিক্রম নয়। তবে এই ঘটনা সবসময় স্থায়ী থাকবে না এবং আমি জানি কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা সত্য আর কোনটা সত্য না। এবিসি টেলিভিশনের অনুষ্ঠানটি শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হয়েছে। কিন্তু দুই বছর আগে ট্রাম্পের পরকীয়ার জন্য মেলানিয়ার সাথে ট্রাম্পের সংসারে ফাটল ধরেছিল এই ব্যাপারে কোন ইঙ্গিত দেয়নি তিনি। তার সাংসারিক জীবন কেমন যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা অনেক ভাল আছি কিন্তু মিডিয়া আমাদের সম্পর্কে বানোয়াট তথ্য দিচ্ছে । ইয়ন

অন্যান্য সংবাদ