Skip to main content

উগান্ডায় ভূমিধসে নিহত ৪১

আসনাত চৌধুরী রিভা : উগান্ডার পূর্বাঞ্চলীয় বুদুদা জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। ত্রাণ কমিশনার দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাপক মার্টিন ওয়াওর সিনহুয়া সংবাদ সংস্থাকে জানান, বুকালাসি এবং বুয়ালি উপজেলায় ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ১৫ জন আহত হয়েছে এবং ১৪৩ টি ঘর-বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। দুর্যোগ কর্মকর্তারা শুক্রবার এ কথা জানিয়েছেন। দেশটিতে ভুক্তভোগীদের উদ্ধার তৎপরতার কাজ অব্যাহত রয়েছে। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের কারণে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়। নদী ভাঙ্গনের ফলে এ ভূমিধসের সূত্রপাত ঘটে। বুকালাসি এবং বুয়ালি উপ-জেলায় দুটি গ্রাম ধ্বংস হয়ে গেছে, অসংখ্য মানুষের প্রাণহানি হয় এবং অনেক সম্পদ ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকর্মীরা মাটির নীচে চাপা পড়া ব্যক্তিদের খোঁজ চালু রেখেছে বলে জানিয়েছেন উগান্ডার দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রী হিলারি ওনেক। সিনহুয়া

অন্যান্য সংবাদ