শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০২:১৪ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করলেন দুই বাংলার শিল্পীরা

বিনোদন প্রতিবেদক: নাগরিক টিভির প্রতিষ্ঠাতা ও প্রয়াত নগর পিতা মেয়র আনিসুল হক। তার জীবদ্দশাতে শুরু হয়েছিল দুই বাংলার শিল্পীদের নাচের প্রতিযোগিতার অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নুপুর’। নাগরিক টিভিতে আগামী ১৫ অক্টোবর থেকে প্রচার শুরু করবে।

এ উপলক্ষে আজ ঢাকা ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করা দুই বাংলার শিল্পীরা। এই অনুষ্ঠান শুরুর মধ্যে দুই বাংলার শিল্পীদের মধ্যে এক মেলবন্ধন তৈরি করেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। কিন্তু অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচারের আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন সবার প্রিয় মানুষটি। আর এ জন্য দক্ষিণের প্রয়াত নগর পিতাকে স্মরণ করল দুই বাংলার শিল্পীরা।

অনুষ্ঠানে আনিসুল হককে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের বিচারক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের প্রয়াত মেয়রকে। তিনি আমার খুব কাছের একজন মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে আমার সাথে তার অনেক সম্পর্ক আছে। তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য যে কাজগুলো হাতে নিয়েছেন তা পুর্ণ হলে আজ ঢাকার চিত্র পাল্টে যেত। তার জন্যই এই আয়োজনে যুক্ত হয়েছিলাম। আজ তিনি থাকলে তাকে নিয়ে টিভিতে অনুষ্ঠানটি দেখতে পারতাম, অনেক ভাল লাগতো।’

মেয়রকে স্মরণ করে অনুষ্ঠানের উপস্থাপক নাবিলা বলেন, ‘মেয়র আনিসুল হককে অনেক মিস করছি। এই অনুষ্ঠানটি নিয়ে উনার অনেক আগ্রহ ছিল।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। আরও ছিলেন কানিজ আলমাস খান, ডায়মন্ড ওয়ার্ল্ড'র ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগারওয়াল, সংগীতশিল্পী আঁখি আলমগীর, জনপ্রিয় গীতিকবি কবির বকুল প্রমুখ। প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন স্পর্শিয়া, অমৃতা, পিয়া জান্নাতুল, ভাবনা, ইশানা, সাফা কবির। কলকাতার শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিলিক, প্রীতি ও এনা।

অনুষ্ঠানে দেখা মিলবে জনপ্রিয় সব গান এবং  নাচের প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দুই বাংলার তারকাদের। এই আসরে বিচারক হিসেবে থাকবেন বাংলার ইলিয়াস কাঞ্চন ও ওপার বাংলার অভিনেত্রী শতাব্দী রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়