Skip to main content

নাপাক বস্তু পকেটে রেখে নামাজ পড়লে করণীয় কী?

আমিন মুনশি : ‘কিছুদিন আগে একটি বাচ্চা টেবিলে প্রস্রাব করে দেয়, এর ওপর সামান্য পানিও পড়ে। আমি পুরোটা পানি মনে করে আমার রুমাল দিয়ে তা মুছে ফেলি, অতঃপর ওই রুমাল পকেটে রেখে দিই। কয়েক ওয়াক্ত নামাজও এভাবেই পড়া হয়। এক সময় রুমালটি দিয়ে মুখ মুছতে গেলে দুর্গন্ধ লাগে। পরে সবাইকে জিজ্ঞেস করে জানতে পারি- ওখানে প্রস্রাব ও পানি পড়েছিল। এখন আমার কী করতে হবে?’ উত্তর : উপরোক্ত প্রশ্ন থেকে জানা গেল, রুমালটি নাপাক ছিল। সেমতে ওই রুমাল পকেটে নিয়ে যে কয় ওয়াক্ত নামাজ আদায় করেছেন, সবই পুনরায় পড়তে হবে। আর যে জামার পকেটে রুমালটি রেখেছিলেন, তাতে যদি প্রস্রাবের আর্দ্রতা স্পষ্ট হয় তাহলে ওই জামাও নাপাক। সে ক্ষেত্রে জামাটির ওই অংশও পবিত্র করতে হবে। (ফাতাওয়া শামি : ১/৪২০; খুলাসাতুল ফাতাওয়া : ১/৭৭; আহসানুল ফাতাওয়া : ২/১০২)