শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাদের কাছে দু’জন প্রার্থী নাই, তারাও ১৫০ জন প্রার্থী চায়

শিহাবুল ইসলাম : যাদের কাছে দু'জন প্রার্থী নাই, তারাও ১৫০ জন প্রার্থী চায়। এইভাবে রাজনীতি হয় না বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল অলি আহমেদ।

রাজধানীর তেজগাঁ এর বিএফডিসি এলাকার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর এলডিপিতে যোগদান অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. কর্নেল অলি আহমদ বলেন, জাতীর একটি ক্রান্তি লঘ্ন চলছে, সমগ্র দেশে উৎকন্ঠা, আতংক এবং অনিশ্চয়তা বিরাজ করছে। কেউ জানে না আগামী দিনে কি হতে যাচ্ছে। সকলের মনে একটাই প্রশ্ন আদও নির্বাচন হবে কিনা? আর যদি নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা ভোট দিতে পারবো কিনা? জাতী, সরকার এবং আমরা যারা বিরোধী দলে আছি আমাদের সামনে অনেক গুলি চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ গুলি ঐক্যবদ্ধ ভাবে আলাপ আলোচনার মাধ্যমে মোকাবেলা না করি তাহলে রক্তপাত এরানো যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি অনুরোধ করবো বঙ্গবন্ধু কন্যকে, দেশ ও দেশের মানুষের কথা কথা চিন্তা করে, বিদেশীদের কথা না ভেবে দেশের মানুষের যেটা ভালো হবে, আলাপ আলোচনার মাধ্যমে সেটা সুরহা করতে হবে।

অলি আহমেদ বলেন, বিএনপির প্রতি বড় আশা আমরা ঐক্যে আছি, বিএনপি হল সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা ড. কামাল হোসেন, ডা. বি চৌধুরীর সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের পক্ষ থেকে শুভকামনা করি। প্রথম থেকেই বলে আসছিলাম সময় অনেক কম। সময় অনেক কঠিন, এই কঠিন সময়ের মধ্যে ভাগাভাগিটা কতটুকু সম্পন্ন হবে, বাংলাদেশের মানুসের রাজনীতির যে চরিত্র সেটা দেখে আমার যে সন্দেহ হয়েছিল সেগুলো আমি পরিস্কার করেছি।

অনেকে সেদিন মনখুন্ন হয়েছিল, কিন্তু সময় যতই অতিবাহিত হয় তখন সবাই বুঝতে পারবে ড. অলি আহমেদ সবাইকে হুসিয়ারি করে দিয়েছিল। আজকে দেখছেন পত্র-পত্রিকায় যাদের কথার কোনো ভারসাম্য নাই। যাদের কাছে দুইজন প্রার্থী নাই, তারাও ১৫০ জন প্রার্থী চায়। এইভাবে রাজনীতি হয় না। এটা হল ভাগ বাটোয়ারা রাজনীতি। ভাগ বাটোয়ারা রাজনীতি হবে না। প্রাধান্য দিতে হবে যোগ্যতাকে, জনগনের কাছে যার গ্রহনযোগ্যতা বেশি তাকে। আগামী দিন গুলোতে সহজে কেউ পার পাবেন না। এটা খুবই কঠিন পথ। ২০১৪ সাল পুনরায় ফিরে আসবে না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,
দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসি, আবদুল গণি, প্রফেসর মো. আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়