শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:২৩ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলে গেলেন অন্নপূর্ণা দেবী

রাকিবুল হাসান : ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পী অন্নপূণা দেবী আর নেই। শনিবার ভোররাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ভারতের সর্ব্বোচ বেসামরিক পদক পদ্মভূষণে সম্মানিত এই শিল্পী বার্ধক্যজনিত কারণে বেশ কিছু রোগে আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

অন্নপূর্ণা দেবীর প্রকৃত নাম রওশন আরা বেগম। ১৯২৭ সালের মধ্যপ্রদেশের মাইহারে জন্ম গ্রহন করেন তিনি। ভারতীয় সঙ্গীত শাস্ত্রেও অন্যতম দিকপাল ওস্তাদ আলাউদ্দীন খাঁ তার পিতা। বিখ্যাত সরোদবাদক আলী আকবর খাঁ তার ভাই। এবং আরেক কিংবদন্তী সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর ছিলেন তাঁর স্বামী।

পিতার কাছ থেকে দীক্ষা নিয়ে কিংবদন্তী শিল্পী হয়ে ওঠেন অন্নপূর্ণা দেবী। এবং তিনি দীক্ষা দিয়েছেন অনেক বিখ্যাত শিল্পীকে। তার শিষ্যদের মধ্যে রয়েছেন, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত নিখিল বন্দোপাধ্যায়, পণ্ডিত অমিত ভট্টাচার্য প্রমুখ।

অন্নপূর্ণা দেবী ১৯৭৭ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’ সম্মাননা লাভ করেন। এছাড়াও তিনি লাভ করেন ‘সংগীত নাটক একাডেমি অ্যাওয়াড’। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘দেশিকোত্তম’ সহ নানা সম্মাননা।

তথ্যসূত্রঃ ফেসবুক/উইকিপিডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়